ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি, রাজধানী রক্ষার আহ্বান

সরকারি বাহিনীর সঙ্গে এক বছর ধরে বিদ্রোহীদের লড়াই চলছে
ছবি: এএফপি

জরুরি অবস্থা জারি হয়েছে ইথিওপিয়ায়। দেশটির মন্ত্রিসভা ঘোষণা দেওয়ার পরই তা কার্যকর হয়েছে। আদ্দিস আবাবা কর্তৃপক্ষ নগরের বাসিন্দাদের রাজধানী রক্ষায় প্রস্তুত থাকার কথা বলেছে। উত্তরে টাইগ্রে অঞ্চলের সরকারবিরোধী যোদ্ধারা রাজধানী অভিমুখে যাওয়ার হুমকি দেওয়ার পরই সরকার এ পদক্ষেপ নিল।

গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম ফানা জানিয়েছে, ‘দেশের বিভিন্ন অংশে সন্ত্রাসী গোষ্ঠী টিপিএলএফ কর্তৃক সংঘটিত নৃশংসতা থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।’ টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট বা টিপিএলএফ প্রায় এক বছর ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে।

টিপিএলএফ সম্প্রতি টাইগ্রের পাশের আমহারা অঞ্চলের কৌশলগত শহর দেসিয়ে ও কোম্বলছা দখলে নেয়। দেশের দক্ষিণে আরও অগ্রসর হয়ে রাজধানী আদ্দিস আবাবা অভিমুখে যাওয়ার ইঙ্গিত দেয় সশস্ত্র ওই বাহিনী। সরকার অবশ্য বলছে, শহর দুটি নিজেদের নিয়ন্ত্রণ রাখতে সরকারি সেনারা লড়াই চালিয়ে যাচ্ছেন।

টিপিএলএফ সেনা শিবিরগুলোতে হামলা করেছে দাবি করে গত নভেম্বরে টাইগ্রেতে অতিরিক্ত সেনা পাঠায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। টিপিএলএফ অবশ্য দাবি করছে, আবি আহমেদ নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রতিবেশী মিত্রদেশ ইরিত্রিয়ার সেনাদের নিয়ে তাদের বিরুদ্ধে সমন্বিত হামলা চালাচ্ছে।

সংঘাতের মধ্যে গত জুনে ইথিওপিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় আবি আহমেদের দল। কিন্তু টাইগ্রের বিদ্রোহী যোদ্ধারা আবারও সংগঠিত হয়ে অঞ্চলটির বেশির ভাগ এলাকা নিজেদের দখলে নেয়। এরপর পাশের আফার ও আমহারা অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে লড়াই শুরু করে টিপিএলএফ।