ইথিওপিয়ায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে নিহত ৩

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার লিডেটা শহরে ওই বিস্ফোরণ হয়।

বিবিসির খবরে জানা যায়, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কমান্ডার আলেমায়েহু আয়ালকে জানান, নিহত ব্যক্তিরা গৃহহীন ছিলেন। তাঁরা রাস্তাতেই বসবাস করতেন।

বেশ কয়েক সপ্তাহ ধরেই আদ্দিস আবাবায় পরিত্যক্ত বোমা খুঁজে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রয়টার্সের খবরে জানা যায়, পুলিশ এসব বিস্ফোরণের ঘটনায় তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টকে (টিপিএলএফ) দায়ী করেছে। তবে এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি।

সরকারি ইথিওপিয়া সংবাদ সংস্থার গতকালের খবরে জানানো হয়, বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষ হলে জনগণকে তথ্য জানানো হবে।