কঙ্গোতে ৩০ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে বিদ্রোহীরা

মাঝেমধ্যেই কঙ্গোর উত্তরাঞ্চলে বিদ্রোহী গ্রুপ এডিএফ হামলায় চালায়।
ফাইল ফটো। রয়টার্স

কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত ৩০ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গত শনিবার দেশটির অশান্ত উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে এ ঘটনা ঘটে। সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হত্যাকাণ্ডের পেছনে বিদ্রোহী গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোরসেস (এডিএফ) থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তা ডিউডন মালাঙ্গাই বলেন, প্রাথমিকভাবে ১৪ জনের মরদেহ পাওয়া যায়। পরে জঙ্গল থেকে আরও ১৬ জনের মরদেহ উদ্ধার করে বেসামরিক লোকজন। উদ্ধারকাজের সঙ্গে যুক্ত একজন বেসামরিক ব্যক্তি জানিয়েছেন, নিহত ব্যক্তিদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্র ও গুলির চিহ্ন রয়েছে।

জাতিসংঘের একটি সূত্র হামলায় ৩০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় এক ব্যক্তি এসব মরদেহ সরাতে কাজ করেছেন। তিনি জানান, তাদের প্রায় সবাইকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গতমাসে দেশটির উত্তর কিভুতে অন্তত ১৯ জন সাধারণ মানুষকে হত্যা করে বিদ্রোহী সংগঠনটি। অপরদিকে দেশটির ক্যাথলিক চার্চের দাবি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত দেশটির প্রায় ৬ হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে এডিএফ।

এডিএফকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গ্রুপ হিসেবে গণ্য করে থাকে। অস্ত্রধারী বিদ্রোহী এই গ্রুপটি কঙ্গো প্রজাতন্ত্রের খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলে বেশ সক্রিয়।