কঙ্গোয় জাতিসংঘের ২ বিশেষজ্ঞ হত্যায় ৫১ জনকে মৃত্যুদণ্ড

জাতিসংঘের বিশেষজ্ঞ জাইদা কাতালান
ছবি: এএফপি

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘের ২ বিশেষজ্ঞকে হত্যার দায়ে ৫১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল শনিবার এই দণ্ড দেওয়া হয়। মামলা-সংশ্লিষ্ট এক আইনজীবীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

২০১৭ সালে জাতিসংঘের বিশেষজ্ঞ জাইদা কাতালান ও মাইকেল শার্পকে কঙ্গোর কাসাই অঞ্চলে অপহরণের পর হত্যা করা হয়।

জাইদা সুইডিশ-চিলিয়ান নাগরিক। মাইকেল মার্কিন নাগরিক। সরকারি বাহিনী ও মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর গণকবরের বিষয়ে তাঁরা তদন্ত করছিলেন।

প্রায় পাঁচ বছরের বিচারকার্য শেষে একটি সামরিক আদালত গতকাল এ রায় দেন। রায়ে ৫১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের প্রায় সবাই মিলিশিয়া সদস্য।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অনেকে বিচার চলাকালে অনুপস্থিত ছিলেন। তাঁদের কখনো ধরা হয়নি কিংবা তাঁরা নিরাপত্তা হেফাজত থেকে পালিয়েছেন।

কঙ্গোতে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর ২০০৩ সাল থেকে স্থগিতাদেশ রয়েছে। ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আমৃত্যু কারাদণ্ড ভোগ করবেন।

মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, তদন্তকারীরা উচ্চস্তরের কর্মকর্তাদের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টি উপেক্ষা করেছেন।

অন্যদিকে, জাইদা ও মাইকেলের পরিবারের ভাষ্য, হত্যাকাণ্ডের মূল হোতাদের বিচারের আওতায় আনা হয়েছে বলে তারা বিশ্বাস করে না।