করোনার টিকা পেল জিম্বাবুয়ে

করোনার টিকা আজ সোমবার সকালে জিম্বাবুয়েতে পৌঁছায়
ছবি: রয়টার্স

করোনাভাইরাসের টিকা পেল জিম্বাবুয়ে। দেশটি চীনের সিনোফার্মার তৈরি ২ লাখ ডোজ করোনার টিকা হাতে পেয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আজ সোমবার সকালে করোনার টিকা জিম্বাবুয়েতে পৌঁছায়। এয়ার জিম্বাবুয়ের একটি ফ্লাইট এই টিকা নিয়ে আসে।

জিম্বাবুয়েতে নিয়োজিত চীনের রাষ্ট্রদূত এই টিকা সে দেশের সরকারের কাছে হস্তান্তর করে।

খবরে বলা হয়, সিনোফার্মার ২ লাখ ডোজ টিকা উপহার (ডোনেশন) হিসেবে জিম্বাবুয়েকে দিয়েছে চীন।

উপহারের বাইরে জিম্বাবুয়ে সরকার ৬ লাখ ডোজ করোনার টিকা অর্ডার করেছে। অর্থের বিনিময়ে কেনা এই টিকা আগামী মার্চ মাস নাগাদ জিম্বাবুয়েতে আসতে পারে।

করোনার টিকাবাহী উড়োজাহাজ জিম্বাবুয়েতে অবতরণের পর এ নিয়ে টুইট করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জিম্বাবুয়েতে করোনার সংক্রমণে দেশটির তিনজন মন্ত্রী মারা গেছেন।

দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

জিম্বাবুয়ের প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকা। সে দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ চলছে। করোনার নতুন ধরনের সংক্রমণে দক্ষিণ আফ্রিকায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা বাড়ছে।