জঙ্গি হুমকির মধ্যেই বুরকিনা ফাসোতে প্রেসিডেন্ট নির্বাচন

বুরকিনা ফাসোতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সেখানকার একটি ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন
ছবি: এএফপি, ২২ নভেম্বর ২০২০

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় আজ রোববার ভোট গ্রহণ শুরু হয়। সেখানকার জঙ্গি সংগঠনের সশস্ত্র তৎপরতার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরের জয়ের সম্ভাবনা রয়েছে। তাঁর সমর্থকেরা মনে করছেন, প্রথম দফার ভোটে তিনি সরাসরি জয়ী হবেন। এদিকে দেশটির বিরোধী দল শুরু থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ করছে।

এএফপি বলছে, দেশটিতে ভোট গ্রহণ চললেও এর পাঁচ শতাংশের এক শতাংশ ভোটার ভোট দিতে পারবেন না। কারণ, দেশটির বেশ কিছু অঞ্চল সরকারি নিয়ন্ত্রণের বাইরে। সেসব অঞ্চলে প্রায় প্রতিদিনই জিহাদি সংগঠন হামলা চালাচ্ছে।

দেশটির মোট জনসংখ্যার (২ কোটি) প্রায় পাঁচ শতাংশ (১০ লাখ) মানুষ গত দুই বছরে সংঘর্ষের কারণে নিজেদের বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত বুরকিনা ফাসোতে ১ হাজার ২০০ মানুষকে হত্যা করা হয়েছে।

এদিকে এএফপির খবরে বলা হয়, নিরাপত্তাহীনতা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বেশ প্রভাব ফেলছে। নির্বাচনের দিন দেশজুড়ে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করেছে সরকার। বিরোধী দলের ১২ প্রার্থীর মধ্যে বেশির ভাগই রক্তপাত বন্ধে বর্তমান প্রেসিডেন্টকে দায়ী করেছেন।

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী ২০১৫ সালের নির্বাচনের দুই রানারআপ জেপিরিন দিয়াব্রে ও এডি কোমবোইগো। তাঁরা সাবেক প্রেসিডেন্ট ব্লেইসি কোম্পাওরের দল থেকে এবারের নির্বাচনে লড়ছেন।

সাবেক প্রেসিডেন্ট কোম্পাওরে ২৭ বছর ক্ষমতায় থাকার পর ২০১৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন।