জুমা অসুস্থ, আদালতে হাজিরা দিতে পারেননি

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা
ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা পিটারমারিটজবার্গের উচ্চ আদালতে দুর্নীতির মামলায় হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন। তাঁর আইনজীবী বিচারককে বলেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নব্বইয়ের দশকে অস্ত্র চুক্তিসংক্রান্ত দুর্নীতির অভিযোগে জুমার বিরুদ্ধে ১৬টি অভিযোগ আনা হয়েছে। এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।

জুমার দাবি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পৃথক আরেকটি দুর্নীতির মামলায় আদালত অবমাননার অভিযোগে ১৫ মাসের সাজা খাটছেন তিনি।

সম্প্রতি তিনি চিকিৎসার জন্য প্যারোলে গিয়ে অস্ত্রোপচারের পর বিশ্রামে রয়েছে। তাঁকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ সৃষ্টি হয় এবং তাতে ৩০০ জনের বেশি মানুষ মারা গেছেন।