জ্যাকব জুমা হাসপাতালে
শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে (৭৯) কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তির বিষয়টি জানিয়েছে দেশটির সংশোধনমূলক সেবা বিভাগ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত ৭ জুলাই আত্মসমর্পণের পর থেকে দক্ষিণ আফ্রিকার কোয়া-জুলু নাটাল প্রদেশের ইস্টকোর্ট কারাগারে রাখা হয়েছিল জুমাকে। আদালত অবমাননার অভিযোগে তাঁকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর কারাদণ্ড ঘোষণা পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে।
জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, দেশটির সাবেক প্রেসিডেন্টকে বার্ষিক নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে। এতে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এর আগে দেশটির সংশোধনমূলক সেবা বিভাগের পক্ষ থেকে বলা হয়, জেলখানায় জুমার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাঁকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য কারাগারের বাইরে হাসপাতালে পাঠায়।
প্রত্যেক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট হিসেবে জুমার স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সামরিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া প্রয়োজন।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন জ্যাকব জুমা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর প্রশাসনের লোকেরা যখন ব্যাপক মাত্রায় দুর্নীতি করছিলেন, তখন তিনি চোখ বুজে ছিলেন। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা তাঁর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন।
দুর্নীতির মামলা চলাকালে আদালত অবমাননার দায়ে গত ২৯ জুন জুমার ১৫ মাসের কারাদণ্ড হয়। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালতের দেওয়া ওই রায়ে জুমাকে স্বেচ্ছায় পুলিশে ধরা দিতে পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। ওই সময়সীমা শেষ হলে জুমা পুলিশে ধরা দিতে অস্বীকৃতি জানান। পরে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে নেওয়া হয়। এর আগে গত ২২ জুলাই ভাইয়ের মৃত্যুর পর প্যারোলে কিছু সময়ের জন্য বের হয়েছিলেন জুমা।
মন্ত্রিসভায় ব্যাপক রদবদল
এদিকে গত মাসে দেশজুড়ে সহিংসতার পর মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নতুন করে তিনি ১০ জন মন্ত্রী নিয়োগ দিয়েছেন, যার মধ্যে স্বাস্থ্য, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোও রয়েছে।
গত মাসে দেশটিতে সহিংসতায় ৩৫০ জনের বেশি মানুষ নিহত হন। এরপর রামাফোসা নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে বদলের পাশাপাশি অন্য ক্ষেত্রেও রদবদল করলেন। গত বৃহস্পতিবার টেলিভিশনের দেওয়া এক বক্তব্যে রামাফোসা বলেন, তিনি নিরাপত্তা মন্ত্রণালয় বিলুপ্ত করছেন এবং দেশটির গোয়েন্দা সংস্থার রাজনৈতিক দায়িত্ব তাঁর কার্যালয়ের অধীনে রাখছেন। তিনি ১১ জন নতুন উপমন্ত্রীও নিয়োগ করেছেন।
এদিকে করোনাভাইরাসের তহবিল নিয়ে দুর্নীতির অভিযোগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জিলি মাখিজকেও সরিয়ে দিয়েছেন রামাফোসা। দেশটিতে অর্থনৈতিক পরিবর্তন আনতে বর্তমান অর্থমন্ত্রী টিটো মোয়েনিকে সরিয়ে এনোট গোডোংওয়ানকে নিয়োগ দিয়েছেন রামাফোসা।
২০১৮ সালে দেশকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে জুমার স্থলাভিষিক্ত হন তাঁর সহকারী সিরিল রামাফোসা। জ্যাকব জুমার ৯ বছরের শাসনামলকে তিনি ‘নিষ্ফলা’ হিসেবেও আখ্যা দেন।