দ. আফ্রিকার প্রতিরক্ষামন্ত্রীর তিন মাসের বেতন কর্তন

দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষামন্ত্রী নসিভিওয়ে ম্যাপিসা-নাকাকুলা
ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষামন্ত্রী নসিভিওয়ে ম্যাপিসা-এনকাকুলার তিন মাসের সম্মানী কর্তন করা হয়েছে। একই সঙ্গে তাঁকে তিরস্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবাহিনীর বিমান ব্যবহার করে প্রতিনিধি দল নিয়ে জিম্বাবুয়ে যাওয়ায় প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।
প্রেসিডেন্টের দপ্তর থেকে গতকাল শনিবার জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী ম্যাপিসা এনকাকুলা সরকারি সফরে ছিলেন। কিন্তু প্রতিনিধিদল সঙ্গে নেওয়ার বিষয়টি তাঁর ভুল সিদ্ধান্ত ছিল। কারণ প্রতিনিধিদলে যাঁরা ছিলেন, জিম্বাবুয়েতে তাঁদের কোনো কাজ ছিল না। প্রেসিডেন্টের দপ্তর জানায়, এ বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রতিরক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে ম্যাপিসা এনকাকুলার এমন কাজ করা ঠিক হয়নি। চিঠিতে প্রতিরক্ষামন্ত্রীর তিন মাসের বেতন কাটার সিদ্ধান্তের কথাও জানানো হয়। ১ নভেম্বর থেকে বেতন কাটা শুরু হবে। এ ছাড়াও ভ্রমণের খরচ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সদস্যদের কাছ থেকে পরিশোধের বিষয়টিও নিশ্চিত করতে হবে তাঁকে।

প্রতিরক্ষামন্ত্রী ম্যাপিসা এনকাকুলা এ বিষয়ে মুখ খোলেননি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

দেশটির বিরোধী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের পক্ষ থেকে শুরু থেকেই প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের অভিযোগ তোলা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির সময়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের বিশ্বাসযোগ্যতা এবং বিদেশে দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। দেশে দুর্নীতি কমিয়ে স্বচ্ছতা বাড়াতে অভূতপূর্ব প্রচেষ্টাকে উৎসাহ দিয়ে ক্ষমতায় এসেছে তাঁর সরকার।