দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ বাড়ছে

দক্ষিণ আফ্রিকায় করোনার টিকার পরীক্ষায় অংশ নেন স্বেচ্ছাসেবকেরা
ছবি : রয়টার্স

দক্ষিণ আফ্রিকার কিছু অঞ্চলে করোনার সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ইস্টার্ন কেপ প্রদেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্টার্ন কেপ প্রদেশে করোনা সংক্রমণের রেকর্ড ঘটেছে। এটি করোনা ছড়ানোর নতুন কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। তাই সেখানকার পূর্ব নেলসন ম্যান্ডেলা বে এলাকায় রাতের বেলায় কারফিউ জারি করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সৈকত এলাকায় প্রকাশ্যে অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, সৈকত এলাকায় মদ্যপান নিষিদ্ধ করায় সামাজিক সমাবেশ কমবে।

ইতিমধ্যে দেশটিতে ইনডোরে আয়োজিত কোনো অনুষ্ঠানে অতিথি কমিয়ে ১০০, আর বাইরের কোনো অনুষ্ঠানে একসঙ্গে সর্বোচ্চ ২৫০ জন জড়ো হতে পারেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির জনগণের কাছে করোনার বিধিনিষেধে মেনে চলার আহ্বান জানিয়েছেন রামাফোসা।

নেলসন ম্যান্ডেলা বে ইস্টার্ন কেপ প্রদেশের বৃহত্তম পৌরসভা।

দেশটিতে মোট করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৭২ জনের। এর মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশে শনাক্ত হয়েছে এক লাখ ৩২ হাজার ১৪৯ জনের।