দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ ১০ লাখ ছাড়াল

করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ায় দক্ষিণ আফ্রিকার হাসপাতালগুলো চাপে পড়েছে।ছবি: রয়টার্স

আফ্রিকা উপমহাদেশে দক্ষিণ আফ্রিকাই প্রথম দেশ, যেখানে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। করোনার নতুন ধরন (স্ট্রেইন) পাওয়ার কথা জানানোর কয়েক দিন পরেই শনাক্ত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়াল।

বিবিসির আজ সোমবারের খবরে জানা যায়, দেশটির কয়েকটি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে করোনায় সংক্রমিত অনেকে ভর্তি হয়েছেন। তাঁদের সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কড়া বিধিনিষেধ জারির ঘোষণা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জিউলি ম্যাকহিজ স্থানীয় সময় গতকাল রোববার সংক্রমণ ১০ লাখ ছাড়ানোর ঘোষণা দেন। গত মার্চ মাসে সংক্রমণ শুরুর সময় থেকে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৪১৩ জনের। আর মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৩৫ জনের।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় দিনে গড়ে ১১ হাজার ৭০০ জন করোনায় সংক্রমিত হয়েছে। আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে করোনায় সংক্রমণের হার ৩৯ শতাংশ বেড়েছে। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দিনে গড়ে ১৪ হাজারের বেশি করোনায় সংক্রমিত হয়েছে।

ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের নতুন ধরনের কারণে সংক্রমণ বাড়ছে। ইস্টার্ন কেপ প্রদেশে দক্ষিণ আফ্রিকার একদল বিজ্ঞানী করোনার নতুন ধরন শনাক্তের কথা জানান। পরে নতুন ধরনটি দেশটির অন্যান্য অংশে সংক্রমিত হয়।

ছুটির মৌসুমে করোনা সংক্রমণ বাড়বে বলে সতর্ক করেছেন। ছুটির মৌসুমে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা না করার কথা বলেন তিনি।
অ্যান্থনি ফাউসি, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ

এ সপ্তাহের শুরুতে দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্যেও করোনার নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পরে মরক্কোয় করোনার সংক্রমণ বেশি। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৭৯ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ২৪০ জনের। মিসরে করোনায় সংক্রমিত হয়েছে ১ লাখ ৩১ হাজার ৩১৫ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৫২ জনের। আর তিউনিসিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৩০ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৪২৬ জনের।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জিউলি ম্যাকহিজ স্থানীয় সময় গতকাল রোববার সংক্রমণ ১০ লাখ ছাড়ানোর ঘোষণা দেন। গত মার্চ মাসে সংক্রমণ শুরুর সময় থেকে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৪১৩ জনের। আর মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৩৫ জনের।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি ছুটির মৌসুমে করোনা সংক্রমণ বাড়বে বলে সতর্ক করেছেন। ছুটির মৌসুমে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা না করার কথা বলেন তিনি। সিএনএনকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে তিনি নতুন আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সামনের সপ্তাহগুলোয় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।