নাইজারের তিন গ্রামে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১৩৭

নাইজারে জঙ্গি হামলা বাড়ছে
ফাইল ছবি: রয়টার্স

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে গত রোববার সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ১৩৭ ব্যক্তি নিহত হয়েছেন বলে গতকাল সোমবার জানিয়েছে দেশটির সরকার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নাইজারে রক্তক্ষয়ী এ হামলার ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এ শোক শুরু হচ্ছে।

মালির সীমান্তবর্তী নাইজারের তিনটি গ্রামে রোববার নৃশংস হামলা হয়। জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

হামলা ও হতাহত হওয়ার তথ্য জানিয়ে নাইজার সরকারের মুখপাত্র জাকারিয়া আবদুরহমান বলেন, সংশ্লিষ্ট এলাকায় সরকার নিরাপত্তা জোরদার করবে। কাপুরুষোচিত ও অপরাধমূলক এ কাজে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে।

নাইজারে নজিরবিহীন জঙ্গি হামলার ঘটনা ঘটছে। গত এক সপ্তাহে নাইজার-মালি সীমান্ত এলাকায় এমন হামলার ঘটনায় ২৩৬ জন নিহত হলো।

জঙ্গিরা নাইজারের প্রত্যন্ত ও বিচ্ছিন্ন গ্রামগুলোয় আকস্মিক হামলা চালিয়ে সটকে পড়েছে। তারা হামলা চালানোর জন্য মোটরবাইক ও পিকআপ ট্রাক ব্যবহার করছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার বন্দুকধারী ব্যক্তিরা মোটরবাইক নিয়ে তিনটি গ্রামে হানা দেয়। বন্দুকধারীরা নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালায়।