নাইজেরিয়ায় অপহৃত ১৭ শিশু উদ্ধার, অভিযানে দুই শিশু নিহত

নাইজেরিয়ার ক্যাটসিনা রাজ্যের ক্যানকারা জেলায় এই স্কুলে হামলা চালায় দুর্বৃত্তরাছবি: রয়টার্স

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত একটি বিদ্যালয়ের অন্তত ১৭ শিক্ষার্থীকে গত মঙ্গলবার উদ্ধার করেছে সরকার। একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, উদ্ধার অভিযানকালে দুই শিক্ষার্থী মারা গেছে। খবর আল–জাজিরার।

গত শুক্রবার রাতে ক্যাটসিনা রাজ্যের কানকারা এলাকায় গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের ওই বিদ্যালয়ে অতর্কিতে হামলা চালান মোটরসাইকেল আরোহী কয়েকজন বন্দুকধারী। এ সময় ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধ চলাকালে বিদ্যালয়টির ৮ শতাধিক শিক্ষার্থীর প্রায় অর্ধেক হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল তারা।

ক্যাটসিনা রাজ্যের গভর্নর আমিনু মাসারি নাইজেরিয়ার স্থানীয় একটি রেডিও স্টেশনকে বলেন, অপহৃত কয়েক শ শিক্ষার্থীকে উদ্ধারে তিনি অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন। তাদের অধিকাংশকে পার্শ্ববর্তী রাজ্যের একটি জঙ্গলে আটকে রেখেছেন অপহরণকারীরা। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে মঙ্গলবার বোকো হারাম ওই ঘটনার দায় স্বীকার করে।

নিখোঁজ শিক্ষার্থীর সংখ্যা নিয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। দুজন কর্মকর্তার হিসাব অনুযায়ী, ৩২০ থেকে ৩৩৩ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তবে কানকারার বাসিন্দারা বলছেন, এই সংখ্যা ৫ শতাধিক।

ক্যাটসিনার পুলিশ বিভাগের মুখপাত্র গাম্বো ইসাহ বলেন, অভিযানকালে একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। শিক্ষার্থীদের খুঁজে বের করে উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীদের মুক্তির দাবিতে অভিভাবকদের বিক্ষোভ চলার মধ্যে প্রতিরক্ষামন্ত্রী বশির সালিহি মাগাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের শিগগিরই উদ্ধার করার অঙ্গীকার করেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপি গত বুধবার জানায়, নিখোঁজ শিক্ষার্থীর সংখ্যা নিয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। দুজন কর্মকর্তার হিসাব অনুযায়ী, ৩২০ থেকে ৩৩৩ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তবে কানকারার বাসিন্দারা বলছেন, এই সংখ্যা ৫ শতাধিক।

এদিকে এই ঘটনার পর রাজ্যের সব আবাসিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মাসারি।

গত রোববার ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, তারা স্কুলশিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং তাদের দ্রুত ও শর্তহীনভাবে মুক্তি দিয়ে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে। সংস্থাটি বলেছে, এ ধরনের সহিংসতা খুবই উদ্বেগজনক। বিদ্যালয়ে হামলা শিশুদের অধিকারের লঙ্ঘন। এটা এ হতাশাজনক চিত্র তুলে ধরেছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে শিশুদের অপহরণ ও শিশু অধিকারের ব্যাপক লঙ্ঘন ঘটে চলেছে।

ওই ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। একই দিন এক বিবৃতিতে অপহৃত শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে নাইজেরীয় প্রেসিডেন্ট বুহারি অপহরণকারীদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।