নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৭ সেনা কর্মকর্তা নিহত

বিধ্বস্ত বিমানের পাশে ভিড় করেন সাধারণ মানুষ
ছবি: রয়টার্স

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সবাই সেনা কর্মকর্তা। রাজধানী আবুজার পাশে স্থানীয় সময় আজ রোববার এই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনার আগমুহূর্তে বিমানের চালক ইঞ্জিন অচলের বার্তা পাঠিয়েছিলেন।

নাইজেরিয়ার বিমানবাহিনীর মুখপাত্র ইবিকুনলে দারামোলা এক বিবৃতিতে বলেন, নাইজেরিয়ার বিমানবাহিনীর বিচক্রাফট কিংএয়ার বি৩৫০আই ইঞ্জিন অচলের বার্তা পাঠিয়ে আবুজা বিমানবন্দরে ফেরার পথে বিধ্বস্ত হয়। দুঃখজনকভাবে বিমানে থাকা সাতজন যাত্রীই নিহত হয়েছেন।

দুর্ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায় আগুন নেভাতে জলকামান ব্যবহার করা হচ্ছে। ঘটনাস্থলে ভিড় করেন অনেকেই।

বিমানবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, এই ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন। নাইজেরিয়ার বিমান চলাচলমন্ত্রী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদের শান্ত থেকে সামরিক বাহিনীর তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করা উচিত।’