নাইজেরিয়ায় ১৩৬ শিশুকে অপহরণ

নাইজেরিয়ার তেজিনার শহরের সালিহু তানকো নামে একটি মাদ্রাসা থেকে ১৩৬টি শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা।
ছবি: এএফপি

নাইজেরিয়ার একটি মাদ্রাসা থেকে ১৩৬টি শিশুকে অপহরণ করা হয়েছে। গত সোমবার বন্দুকধারীরা নাইজেরিয়ার তেজিনা শহরের একটি মাদ্রাসা থেকে এই শিশুদের অপহরণ করে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সরকারের তরফ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে অপহৃত শিশুদের সংখ্যার বিষয়ে কিছু বলেনি তারা। তবে স্থানীয় প্রশাসন গতকাল বুধবার এক টুইট বার্তায় বলেছে, ‘রাজ্য সরকার সালিহু তানকো ইসলামিক স্কুলে অপহৃত শিশুর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, সংখ্যাটি ১৩৬ হতে পারে।’

কর্তৃপক্ষ বলছে, অপহৃত ১১টি শিশুকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। এসব শিশু অনেক ছোট, এমনকি তারা ঠিকমতো হাঁটতেও শেখেনি।

স্থানীয় সশস্ত্র দলগুলো প্রতিনিয়ত উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ার গ্রামে লুটপাট, গবাদিপশু চুরি এবং মানুষকে জিম্মি করে।
নাইজেরিয়ায় গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত সাত শতাধিক শিশু ও শিক্ষার্থী মুক্তিপণের জন্য অপহরণের শিকার হয়েছে।

রাজ্যের সহকারী গভর্নর আল আহমেদ মোহাম্মেদ কেতসো বলেন, নিরাপত্তা সংস্থাগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে তাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তিনি আরও বলেন, অপরাধীদের মোকাবিলা করতে নিরাপত্তা বাহিনীর আরও অস্ত্রশস্ত্র প্রয়োজন।
অপহৃত শিশুদের উদ্ধারের বিষয়ে মোহাম্মেদ কেতসো বলেন, ‘অপহৃত শিশুদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’