বেকারদের মাসিক ভাতা দেবে আলজেরিয়া

আফ্রিকার দেশ আলজেরিয়ায় প্রতিনিয়ত বেকার মানুষের সংখ্যা বাড়ছে
ছবি: এএফপি

বিশ্বের অনেক দেশের নাগরিকদের জন্য আছে নানা ভাতা। বয়স্ক, নারীসহ ভাতাভোগীরা আরও নানা সুবিধা পেয়ে থাকেন। এবার আফ্রিকার দেশ আলজেরিয়া বেকারদের জন্য ভাতা চালু করতে যাচ্ছে।

আলজেরিয়ায় প্রতিনিয়ত বেকারের সংখ্যা বাড়ছে। বেকারত্বের উচ্চ হার মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট বলেন, সরকার প্রাপ্তবয়স্ক তরুণদের জন্য বেকারত্ব সুবিধা চালু করবে। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবোউন সাংবাদিকদের বলেন, আগামী মার্চে ১৯ থেকে ৪০ বছর বয়সী চাকরিপ্রত্যাশীদের ভাতা দেওয়া শুরু হবে। ভাতা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তিরা কোনো চাকরি পাওয়ার আগপর্যন্ত মাসিক ১০০ ডলার (৮ হাজার ৬০০ টাকা) করে ভাতা এবং কিছু চিকিৎসার সুবিধা পাবেন।

বেকার ভাতা চালুর এ ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট আবদেল মাজিদ বলেন, ইউরোপের বাইরে প্রথম দেশ হিসেবে আলজেরিয়া এমন সুবিধা চালু করছে। বর্তমানে আলজেরিয়ায় বেকার মানুষের সংখ্যা ছয় লাখের বেশি।