বোকো হারাম নেতা আত্মহত্যা করেছেন, দাবি প্রতিপক্ষের

আবুবকর শেকাউ
ছবি: এএফপি

নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের নেতা আবুবকর শেকাউ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে প্রতিপক্ষ। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বোকো হারামের প্রতিপক্ষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) এক অডিও রেকর্ডিংয়ে দাবি করেছে, তাদের সঙ্গে লড়াইয়ের একপর্যায়ে শেকাউ আত্মহত্যা করেন।

অডিও রেকর্ডে যাঁর কণ্ঠ শোনা যায়, তিনি আইএসডব্লিউএপির নেতা আবু মুসাব আল-বার্নাবি বলে ধারণা করা হচ্ছে।

অডিও রেকর্ডে বলতে শোনা যায় হয়, শেকাউ পৃথিবীতে অপমানিত হওয়ার চেয়ে পরকালে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছেন। তিনি বিস্ফোরণ ঘটিয়ে তাৎক্ষণিকভাবে নিজেকে হত্যা করেছেন।

অডিওতে বলা হয়, বোকো হারামের এলাকায় যোদ্ধা পাঠায় আইএসডব্লিউএপি। আইএসডব্লিউএপির যোদ্ধারা শেকাউকে তাঁর ঘরে বসা অবস্থায় পান। আইএসডব্লিউএপির যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হন শেকাউ। একপর্যায়ে তিনি পালিয়ে যান। পরে আইএসডব্লিউএপির যোদ্ধারা শেকাউকে খুঁজে বের করেন। তাঁকে ও তাঁর অনুসারীদের অনুশোচনা করতে বলা হয়। কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানান। এরপর শেকাউ নিজেকে হত্যা করেন।

শেকাউয়ের মৃত্যুর বিষয়ে আইএসডব্লিউএপি যে দাবি করেছে, সে সম্পর্কে বোকা হারাম আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

নাইজেরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শেকাউয়ের মৃত্যুর বিষয়ে আইএসডব্লিউএপির দাবির সত্যতা তারা খতিয়ে দেখছে।

গত মাসে শেকাউয়ের মৃত্যুর খবর বের হয়। অবশ্য তার আগেও খবর রটেছিল যে শেকাউ নিহত হয়েছেন। কিন্তু এসব খবরের সত্যতা যাচাই করা যায়নি।