মারা গেছেন জুলু রাজা

জুলু রাজা গুডউইল জোয়েলিথিনি মারা গেছেন
ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার জুলু জাতিগোষ্ঠীর রাজা গুডউইল জোয়েলিথিনি মারা গেছেন। কয়েক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

এএফপির খবরে বলা হয়, জুলুদের কাছে জনপ্রিয় ছিলেন রাজা গুডউইল। সরকারিভাবে কোনো ক্ষমতা না থাকলেও জুলু জাতিগোষ্ঠীর কয়েক লাখ মানুষের ওপর তাঁর আধ্যাত্মিক প্রভাব ছিল।  

দক্ষিণ আফ্রিকার প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জুলু রাজপুত্র মাংগোসুথু বুথেলেজি এক বিবৃতিতে জানান, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে জুলু সম্প্রদায়ের মহান রাজা গুডউইল জোয়েলিথিনি মারা গেছেন।’ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গত মাসে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়, ‘দুর্ভাগ্যজনক যে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জুলু রাজার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে।’
কেওয়া-জুলু নাতাল প্রদেশের ছোট শহর ননগোমাতে জন্মগ্রহণ করেছিলেন রাজা গুডউইল। বাবা মারা যাওয়ার তিন বছর পর ১৯৭১ সালে জুলু সম্প্রদায়ের রাজা হন তিনি।