মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩২

ট্রেন দুর্ঘটনা
ছবি : রয়টার্স

মিশরের দক্ষিণাঞ্চলের সোহাগ শহরে দুই ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন ৬৬ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, কায়রো থেকে ২৮৫ মাইল দূরের সোহাগ শহরে শুক্রবার ওই দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় তিনটি যাত্রীবাহী বগি দুমড়ে-মুচড়ে যায়। এ ভেতরে যাত্রীরা আটকা পড়েন। অনেকে অচেতন হয়ে পড়েন। অনেকের রক্ত ঝরতে দেখা যায়। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে অনেককে পাশের মাটিতে রাখা হয়।

মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সোহাগ শহরের কাছে অজ্ঞাত কোনো ব্যক্তি জরুরি ব্রেক চাপলে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে। ব্রেক চাপার ফলে একটি ট্রেন থেমে থাকে। তখন অন্য একটি ট্রেন এসে এর সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনায় বিষয়টি তদন্ত করে দেখছে রেল কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সকে একজন নিরাপত্তা বাহিনীর সূত্র বলেছে, দুর্ঘটনার সময় দুটি ট্রেনের গতি খুব বেশি ছিল না। তাই মাত্র দুটি বগি ধ্বংস হয়েছে এবং আরেকটি ঘুরে গেছে।

কর্তৃপক্ষ দ্রুত সেখানে ৩৬ টি অ্যাম্বুলেন্স পাঠায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে মিশরের সবচেয়ে পুরোনো ও দীর্ঘ রেল নেটওয়ার্ক রয়েছে। সেখানে রেল দুর্ঘটনার ঘটনাও প্রায়ই ঘটে থাকে। শুধু ২০১৭ সালেই দেশটিতে এক হাজার ৭৯৩ টি রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছিল।

২০১৮ সালে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছিলেন, দেশটির রেল ব্যবস্থা ঢেলে সাজাতে ১৪ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার দরকার।

এর আগে গত বছরের দুটি ট্রেনের সংর্ঘষে দেশটিতে ৪৩ জন মারা যান। ২০১৬ সালেও কায়রোর কাছে এক রেল দুর্ঘটনায় ৫১ জন মারা যান। তবে ২০০২ সাল দেশটিতে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।