সুদানে ২৭ গোয়েন্দা এজেন্টকে মৃত্যুদণ্ড

বিচার চলাকালে আজ ওমদুরমানে আদালতের সামনে বিক্ষোভকারীরা স্লোগান দেন। ছবি: এএফপি
বিচার চলাকালে আজ ওমদুরমানে আদালতের সামনে বিক্ষোভকারীরা স্লোগান দেন। ছবি: এএফপি

সুদানে ২৭ জন গোয়েন্দা এজেন্টকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। এ বছরের শুরুর দিকে একজন বিক্ষোভকারীকে গোয়েন্দা হেফাজতে নির্যাতন করে হত্যার দায়ে তাঁদের এ শাস্তি দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গোয়েন্দা হেফাজতে নিয়ে আহমেদ আল-খায়ের আওয়াদকে নির্যাতন করে হত্যার দায়ে আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন বিচারক সাদোক আলবদেলরহমান।

আহমেদ আল-খায়ের আওয়াদ শিক্ষক ছিলেন। গত বছরের জানুয়ারিতে সুদানের পূর্বাঞ্চলের কাসালা রাজ্যে আহমেদ আল-খায়েরকে গোয়েন্দা সংস্থার লোকজন গ্রেপ্তার করে। এরপর তাঁকে প্রচণ্ড মারধর ও নির্যাতন করা হয়। এতে তাঁর মৃত্যু হয়।

আদালতের বাইরে এক বিক্ষোভকারীর হাতে গোয়েন্দা হেফাজতে নিহত আহমেদ আল-খায়েরের ছবি। ছবি: এএফপি
আদালতের বাইরে এক বিক্ষোভকারীর হাতে গোয়েন্দা হেফাজতে নিহত আহমেদ আল-খায়েরের ছবি। ছবি: এএফপি

রুটির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২০১৮ সালের ডিসেম্বরে সুদানিরা রাস্তায় নেমে আসে। কিন্তু এই বিক্ষোভ পরে স্বৈরশাসক ওমর আল-বশিরের পদত্যাগের দাবিতে পরিণত হয়।

এ বছরের এপ্রিলে সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রেসিডেন্ট গদি ছাড়তে বাধ্য হন। কিন্তু এতে বিক্ষোভ থামেনি। এরপর আগস্টে সামরিক ও বেসামরিক মিলিয়ে অন্তর্বর্তী কাউন্সিল গঠিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের জের ধরে নির্যাতন-নিপীড়নে অন্তত ১৭৭ জন নিহত হয়েছে। অন্যদিকে, বিক্ষোভ আন্দোলন কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠ চিকিৎসকদের একটি কমিটি জানায়, নিহত মানুষের সংখ্যা ২৫০–এর বেশি হবে।