স্পেনের ছিটমহলে ঢোকার পথে ১৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

অভিবাসনপ্রত্যাশীরা স্পেনের ছিটমহল শহর মেলিলা যাওয়ার চেষ্টা করলে এ হতাহতের ঘটনা ঘটে
ছবি: এএফপি

মরক্কো থেকে আফ্রিকার সাব সাহারা অঞ্চলের দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী আফ্রিকায় স্পেনের ছিটমহল শহর মেলিলা যাচ্ছিলেন। এ সময় পদদলিত হয়ে ১৮ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার হতাহতের এ ঘটনা ঘটে। মরক্কোর রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমএপির বরাতে এ খবর জানিয়েছে এএফপি।  

এর আগে এমএপির এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ওই ঘটনায় পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭৬ জন। এ ছাড়া পরিস্থিতি সামাল দিতে গিয়ে সেখানে মরক্কোর নিরাপত্তা বাহিনীর ১৪০ জন সদস্য আহত হন। আহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

মরক্কোর নাদোর প্রদেশ থেকে এসব অভিবাসনপ্রত্যাশী মেলিলা যাচ্ছিলেন। প্রাদেশিক সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে শুক্রবার রাতে ওই প্রতিবেদনে জানানো হয়েছিল, প্রথমে পাঁচজন অভিবাসনপ্রত্যাশীর কথা জানা যায়। পরে হাসপাতালে আরও ১৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর পর মোট প্রাণহানি বেড়ে হয় ১৮ জন।

মরক্কোর ভূখণ্ড থেকে পৃথক করতে স্পেনের ছিটমহল শহর মেলিলার সীমান্তে বড় বেড়া দেওয়া আছে। শুক্রবার রাতে এসব অভিবাসনপ্রত্যাশী সীমানা বেড়া পার হওয়ার চেষ্টা করছিলেন। তখন মরক্কোর নিরাপত্তা বাহিনী তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে অভিবাসনপ্রত্যাশীদের সংঘর্ষ বাধে।

ছিটমহলের স্পেনের কর্তৃপক্ষ বলেছে, সীমানাপ্রাচীর টপকানোর চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীর বেশির ভাগকে ফিরিয়ে দেওয়া হলেও ১৪০ জন ঢুকে পড়েছেন।