আফগান নারীদের ‘গাড়ি চালানোর সনদ দেওয়া বন্ধ’
আফগানিস্তানের কাবুল ও অন্যান্য প্রদেশে নারীদের গাড়ি চালানোর সনদ ইস্যু করা বন্ধ করেছে তালেবান সরকার। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এএনআই এসব খবর জানিয়েছে।
তালেবানের শাসনামলে দেশটিতে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ হওয়ায় খাদ্যাভাব রয়েছে। দেশটিতে মানবিক সংকট চলছে।
তালেবানের ক্ষমতা দখলের আগে কাবুলসহ আফগানিস্তানের প্রধান শহরগুলোতে নারীদের গাড়ি চালাতে দেখা যেত। স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, তালেবান সরকার এখন নারীদের গাড়ি চালানোর সনদ ইস্যু করা বন্ধ করে দিয়েছে।
গত বছরের আগস্ট মাসে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়। বিশেষ করে নারীরা অধিকার লঙ্ঘনের শিকার বেশি হচ্ছেন।
সম্প্রতি মাধ্যমিক স্তরের নারী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ করেছে তালেবান। তালেবান নেতারা বলছেন, শিক্ষক স্বল্পতার কারণে তাঁরা এমন ব্যবস্থা করেছেন। অল্প সময়ের মধ্যে নারী শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করা হবে।
তালেবান কর্তৃপক্ষ জাতীয়ভাবে খুব একটা লিখিত আদেশ জারি করে না। বরং স্থানীয় কর্তৃপক্ষকে নিজেদের আদেশ জারির সুযোগ দেয়। কখনো কখনো এ ধরনের আদেশ মৌখিকও হয়।