আফগান শরণার্থীর বেশে জঙ্গি চাই না: পুতিন
আফগানিস্তান থেকে উদ্ধার ব্যক্তিদের আপাতত রাশিয়ার আশপাশের দেশগুলোতে নেওয়ার প্রস্তাবের বিপক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, আফগান শরণার্থীদের ছদ্মবেশে জঙ্গি আসুক, তা চান না।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ভিসা দেওয়ার কাজ সম্পন্ন করার আগ পর্যন্ত আফগানিস্তান থেকে লোকজনকে উড়িয়ে মধ্য এশিয়ার দেশগুলোতে আশ্রয় দেওয়ার আলোচনা চলছে। পশ্চিমাদের এ প্রস্তাবের সমালোচনা করেছেন পুতিন। তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে তাদের ভিসা ছাড়া এসব দেশে পাঠানো যায়, আমাদের প্রতিবেশী দেশগুলোতে, যেখানে তারা নিজেরা (পশ্চিমা) ভিসা ছাড়া তাদের নিতে চায় না?’
ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির নেতাদের পুতিন এ কথা বলেছেন বলে তাস বার্তা সংস্থা জানিয়েছে।
পুতিন বলেন, ‘এ সমস্যা সমাধানে এ ধরনের অপমানজনক পন্থা কেন?’
গত সপ্তাহে রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করে যেসব আফগান এখন ঝুঁকিতে আছেন, তাঁদের সাময়িকভাবে আশ্রয় দিতে অনেকগুলো দেশের সঙ্গে গোপনে আলোচনা করেছে ওয়াশিংটন।
পুতিন বলেছেন, সাবেক সোভিয়েতভুক্ত মধ্য এশিয়ার দেশগুলোর বাসিন্দাদের ভিসাবিহীন ভ্রমণের সুযোগ দেওয়া রাশিয়া এতে আপত্তি জানাচ্ছে। তাঁর বরাত দিয়ে বার্তা সংস্থা তাস বলেছে, ‘শরণার্থীর ছদ্মবেশে এখানে জঙ্গিদের উত্থান আমরা দেখতে চাই না।’
পশ্চিমা দেশগুলো যখন আফগানিস্তান থেকে নাগরিকদের উদ্ধারে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে, সেই সময় মস্কো তালেবানের প্রশংসা করছে ক্ষমতা দখলের পর দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, তালেবান এখন পর্যন্ত তাদের প্রতিশ্রুতি রেখেছে। তালেবান সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।