ইন্দোনেশিয়ায় ভূমিধসে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধার

ফাইল ছবি
ফাইল ছবি

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের রিনজানি পর্বতে ভূমিধসে আটকে পড়া ছয় শতাধিক পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। দুদিন আগে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের ফলে এই জনপ্রিয় পর্যটন গন্তব্যে পর্বতারোহীরা আটকা পড়েন।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি মুখপাত্র সুতপো পুরৌ নাগ্রহোর বরাতে সিএনএন জানায়, শেষ ছয়জন পর্বতারোহীকে আজ মঙ্গলবার সকালে নামিয়ে আনা হয়। উদ্ধারকাজে আনুমানিক ২০০ ইন্দোনেশীয় পুলিশ, সামরিক বাহিনী ও স্বাস্থ্যকর্মী অংশ নেন।

গত রোববার ভোরে সংঘটিত ভূমিকম্পে কারণে সৃষ্ট ভূমিধসের পর পর্বতারোহীরা অসংখ্য হাইকিং ট্রেইলে আটকা পড়েন।

নাগ্রহো বলেন, ১২ হাজার ২২৪ ফুট উচ্চতার পর্বত থেকে উদ্ধারকৃত ৬০০ জনের মধ্যে বহু বিদেশি পর্বতারোহী রয়েছেন।

উদ্ধারকৃত পর্বতারোহীদের বাড়তি চিকিৎসাসেবা প্রয়োজন হবে কি না, তা জানা যায়নি। থাইল্যান্ডের পর্বতারোহী তিপাতি ফুশিত, যিনি ভূমিকম্পের সময়ে রিনজানি পর্বতের শীর্ষে ছিলেন, সিএনএনকে বলেন, তিনি অনেকের গায়ে পাথর ও ধ্বংসাবশেষ আঘাত করতে দেখেছেন।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির হিসাব এখনো নেওয়া হচ্ছে। এ পর্যন্ত পাওয়া হিসাবে ১৬ জন নিহত এবং শতাধিক গৃহহীন হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানায়, গতকাল সোমবার দ্বীপটি পরিদর্শনের সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ঘোষণা করেন, প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসনকাজে সহায়তা হিসেবে ৩ হাজার ৪৬৪ ডলার সরকারি সাহায্য লাভ করবেন।

প্রাথমিক হিসাবে দেখা যায়, ভূমিকম্পে সহস্রাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংসপ্রাপ্ত হয়েছে।