কাবুলে ফিরেছেন তালেবানের উপপ্রধানমন্ত্রী মোল্লা বারাদার

তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও আফগানিস্তানে এখনকার তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার
ফাইল ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে ফিরেছেন তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার। তবে রাজধানীতে ফিরলেও তিনি তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিরাপত্তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। কাবুলের গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মোল্লা বারাদার তালেবানের সহপ্রতিষ্ঠাতা। তিনি কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন। তালেবানের কাবুল দখলের পর তিনি আফগানিস্তানে ফেরেন। তখন তালেবান সরকারের নতুন প্রেসিডেন্ট পদে তাঁর নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী হতে হয়। এ নিয়ে তালেবানের মিত্র হাক্কানি নেটওয়ার্কের নেতাদের সঙ্গে তাঁর বিরোধ হয়।

আরও পড়ুন

এ বিরোধের জেরে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে গোলাগুলির ঘটনা প্রকাশ্যে আসে। ওই সময় মোল্লা বারাদারের নিহত হওয়া গুজব ছড়িয়ে পড়ে। ওইসময় এক ভিডিও সাক্ষাৎকারে হাজির হয়ে বারাদার তাঁর মৃত্যুর গুজব উড়িয়ে দেন। তিনি বলেন, ‘না, এটা সত্য নয়। আমি ঠিক আছি। ভালো আছি।’

সাক্ষাৎকারে বারাদার আরও বলেন, ‘গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে তালেবানের ভেতরে বিরোধ আছে। কিন্তু আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এ-সংক্রান্ত খবর সত্য নয়। এ নিয়ে চিন্তার কিছু নেই।’

আরও পড়ুন

তবে প্রাসাদে গোলাগুলির পর মোল্লা বারাদার কাবুল ছেড়ে কান্দাহারে চলে যান। এখন কাবুলে ফিরলেও হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানির নেতৃত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিরাপত্তা নিতে চাইছেন না তিনি। তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির নাম যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় রয়েছে। আর মোল্লা বারাদারের নাম ২০২১ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রয়েছে।

আরও পড়ুন