কাবুল বিমানবন্দরে ১২ জন নিহত

আফগানিস্তান ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে কাবুল বিমানবন্দরে মানুষের ঢল
ফাইল ছবি: এএফপি

কাবুল বিমানবন্দরের ভেতরে ও আশপাশে গত রোববার থেকে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, গুলিবিদ্ধ ও পদদলিত হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

তিনি বিমানবন্দরে জড়ো হওয়া জনতাকে ঘরে ফেরার আহ্বান জানান। বিমানবন্দরে আসা লোকজন যাঁদের ভ্রমণের অনুমতি নেই, তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কাউকে আঘাত করতে চাই না।’

কাবুল বিমানবন্দর এখনো মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর চারপাশের সড়কগুলো তালেবানের দখলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈধ কাগজপত্র থাকার পরও বাহিনীর সশস্ত্র সদস্যরা স্থানীয় লোকজনকে বিমানবন্দরে আসতে বাধা দিচ্ছেন।

তালেবানের হাতে গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন ঘটে। আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর দেশটির হাজারো নাগরিক কাবুল বিমানবন্দরে ভিড় করেন। তাঁরা আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এতে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

তালেবান যোদ্ধারা কাবুল দখলের পর লোকজন ভয়ে দেশ ছাড়তে বিমানবন্দরে আশ্রয় নিয়েছে। তাদের কেউ কেউ উড়োজাহাজের ককপিটেও চড়ে বসেছে।আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে
ফাইল ছবি: এএফপি।

কাবুল বিমানবন্দরে অরাজক পরিস্থিতির নানা ভিডিও ও ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন বিমানবাহিনীর একটি উড়োজাহাজ ঘিরে দৌড়াচ্ছেন অনেক আফগান নাগরিক। তাঁদের কাউকে কাউকে উড়োজাহাজটিতে যেকোনোভাবে ওঠার চেষ্টা করতে দেখা যায়।

অপর একটি ভিডিওতে উড়োজাহাজ আকাশে ওঠার পর তা থেকে অন্তত দুজনকে নিচে পড়তে দেখা যায়।