কুয়ালালামপুরে মেট্রোরেলে দুর্ঘটনা, আহত দুই শতাধিক

দুর্ঘটনার পরপর আহত যাত্রীরা মেট্রো ট্রেনের বগির মেঝেতে বসে রয়েছেন। ২৪ মে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
ছবি: রয়টার্স।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি টানেলের ভেতর দুটি মেট্রোরেলের সংঘর্ষে দুই শর বেশি যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত নয়টায় এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়া পুলিশের বরাতে এএফপি জানায়, যাত্রীবাহী একটি রেল বিপরীতমুখী অবস্থানে থাকা অপর একটি রেলকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় অন্য রেলটিতে কোনো যাত্রী ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আহত যাত্রীরা মেট্রোরেলে কাচঘেরা বগির মেঝেতে বসে রয়েছেন।

মালয়েশিয়া পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবদুল্লাহ এএফপিকে বলেন, যাত্রীদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর। ১৬৬ জন সামান্য আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে।

এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ‘এ দুর্ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমি পরিবহন মন্ত্রী ও রেল পরিচালনাকারীকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশদ তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছি।’
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মেট্রোরেল সেবায় সচরাচর দুর্ঘটনার নজির নেই।