<p>জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিতে আহত হয়েছেন। দেশটির নারা শহরে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির। </p><p>স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে বিবিসির খবরে জানানো হয়েছে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে শিনজো আবেকে গুলি করা হয়। এরপর তাঁর রক্তপাত শুরু হয়। </p>.<p>হামলাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছে।</p><p>জাপানে বন্দুক সহিংসতার ঘটনা খুব কম। দেশটিতে ছোট বন্দুকের (হ্যান্ডগান)ব্যবহার নিষিদ্ধ।</p>
<p>জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিতে আহত হয়েছেন। দেশটির নারা শহরে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির। </p><p>স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে বিবিসির খবরে জানানো হয়েছে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে শিনজো আবেকে গুলি করা হয়। এরপর তাঁর রক্তপাত শুরু হয়। </p>.<p>হামলাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছে।</p><p>জাপানে বন্দুক সহিংসতার ঘটনা খুব কম। দেশটিতে ছোট বন্দুকের (হ্যান্ডগান)ব্যবহার নিষিদ্ধ।</p>