টিকা নিলে গরু পুরস্কার

প্রতীকী ছবি

করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে অনেক দেশেই কিছু মানুষের অনাগ্রহ দেখা যাচ্ছে। টিকা কতটুকু নিরাপদ হবে বা এর পার্শ্বপ্রতিক্রিয়া কেমন হবে, এ নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে। এ ছাড়া টিকা নিয়ে আছে নানা অসত্য তথ্য বা গুজব। ফলে মানুষকে টিকা দিতে উৎসাহী করে তুলতে অভিনব পন্থা নিয়েছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ। দেশটির একটি অঞ্চলে টিকা নিলে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, করোনার টিকা নিতে মানুষকে উৎসাহী করে তুলতে গরু পুরস্কার দেবে উত্তর থাইল্যান্ডের মায়ে শায়েম জেলার কর্তৃপক্ষ। আগামী মাস থেকে প্রতি সপ্তাহে ১০ হাজার বাথ (বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার টাকা) মূল্যের একটি গরু পুরস্কার দেওয়া হবে একজন গ্রামবাসীকে। টিকা গ্রহণকারীদের মধ্য থেকে র‌্যাফল ড্রয়ের মাধ্যমে ওই ব্যক্তিকে নির্বাচিত করা হবে।

পুরস্কারের ঘোষণা আসার পর টিকা নেওয়ার প্রতি বিপুল সাড়া পাওয়া গেছে। এ সপ্তাহের শুরুতে এ ঘোষণা দেওয়া হয়। টানা ২৪ সপ্তাহ ধরে এ প্রচারণা চলবে শিয়াং মাই প্রদেশের ৪৩ হাজার বাসিন্দার জেলা শহরটিতে।

বার্তা সংস্থা রয়টার্সকে জেলা প্রধান বুনল্যু থামথারানুরাক বলেন, পুরস্কারের ঘোষণা আসার পর টিকার জন্য নিবন্ধনের সংখ্যা কয়েক শ থেকে বেড়ে কয়েক হাজারে দাঁড়িয়েছে। গ্রামবাসীর কাছে গরু অত্যধিক পছন্দ, কারণ গরু বিক্রি করে নগদ অর্থ পাওয়া যায়। বয়স ষাটোর্ধ্বসহ চার হাজারের বেশি লোক এর মধ্যে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করে ফেলেছেন। আগামী ৭ জুন শহরটিতে টিকা দেওয়া শুরু হবে।

মানুষকে টিকা নিতে উৎসাহী করে তুলতে প্রদেশের অন্যান্য জেলাতেও এমন অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে। কোথাও সোনার হার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, কোথাও ডিসকাউন্ট কুপন বা কোথাও নগদ অর্থ পুরস্কারের ঘোষণাও এসেছে।

৬ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশ থাইল্যান্ডে এখন পর্যন্ত ১০ লাখ ৬৪ হাজার মানুষ করোনার টিকা নিয়েছেন। এ ছাড়া নিবন্ধন করেছেন আরও ৭০ লাখের বেশি মানুষ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি শুরুতে করোনা সংক্রমণ রোধে সাফল্য দেখিয়েছিল। তবে সম্প্রতি নতুন করে করোনার হানায় বিপর্যস্ত থাইল্যান্ড। গত দুই মাসে ১ লাখ ২০ হাজারের কাছাকাছি মানুষের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন ৭০৩ জন।