তালেবানের ওপর আবারও হামলা

তালেবান সদস্যদের লক্ষ্য করে চালানো হামলাস্থল দেখছেন লোকজন। রোববার কাবুলে।
ছবি : এএফপি

তালেবান সদস্যদের বহনকারী একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে আবার হামলার ঘটনা ঘটেছে। রোববার নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। খবর এএফপির।

এ হামলার দায় স্বীকার করেনি কেউ। এর আগে রয়টার্স জানায়, গত শনিবার ওই এলাকায় তালেবানকে লক্ষ্য করে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন। আহত হন ২০ জন। ওই দিন তিনটি পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, রোববারের হামলায় বেশ কয়েকজন তালেবান সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।

একজন সাংবাদিক বলছেন, কাবুল থেকে আসা–যাওয়ার পথে গাড়ি পরিবর্তনের একটি স্থানে ওই হামলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গত ৩০ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর শনিবার তালেবানের ওপর প্রথম হামলার ঘটনা ঘটে।

নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ। প্রদেশটি আইএস জঙ্গিদের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। গত মাসে কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হন। এর দায় স্বীকার করে আইএস।

যদিও আইএস এবং তালেবান উভয়ই কট্টরপন্থী সুন্নি, তবে তারা ধর্মের বিভিন্ন দিক ও কৌশলগত দিক থেকে আলাদা। সেই ঝগড়ার কারণে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছে।