নিষেধাজ্ঞা দিয়ে ইউক্রেন সংঘাতের সমাধান করা যাবে না: চীন

ওয়েই ফেঙ্গহি
ছবি: রয়টার্স

চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনা সরকারের কোনো আগ্রহ নেই। তবে তারা বিশ্বাস করে, নিষেধাজ্ঞা দিয়ে এই সংকটের সমাধান করা যাবে না। স্থানীয় সময় আজ রোববার সিঙ্গাপুরে ‘সাংগ্রি লা ডায়ালগ’ নিরাপত্তা ফোরামে তিনি এসব কথা বলেন। খবর তাস–এর

ওয়েই ফেঙ্গহি বলেন, ‘ইউক্রেনে সংঘাত কিংবা যুদ্ধকে শেষ উপায় হিসেবে দেখতে চায় ইউক্রেন। তবে একই সঙ্গে আমরা মনে করি সর্বোচ্চ চাপ বা নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। এর মধ্য দিয়ে আরও বেশি উত্তেজনা তৈরি হতে পারে এবং সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে।’

ইউটিউবে সরাসরি বক্তব্যটি সম্প্রচার করা হয়। বক্তব্যে ওয়েই ফেঙ্গহি আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনাকে সমর্থন করে চীন। আমরা আরও আশা করি দ্রুত যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরির জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়াকে চীন কখনো কোনো ধরনের অস্ত্র সরঞ্জাম পাঠিয়ে সহায়তা করেনি বলে উল্লেখ করেন ফেনঘে।