ব্রিসবেনে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত, লকডাউন
অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে পর্যটকদের কোয়ারেন্টিনে রাখা হয় এমন একটি হোটেলের পরিচ্ছন্নতাকর্মীর শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। এরপরই শহরটি লকডাউন করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে তিন দিনের জন্য এ লকডাউন জারি করা হয়েছে। বিবিসির খবর।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্যে করোনার যে নতুন স্ট্রেইন ধরা পড়েছে, তা এই নারী কর্মীর শরীরে পাওয়া গেছে। এটি আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেনের পাঁচটি জনবহুল কাউন্সিল এলাকায় এই লকডাউন থাকবে। এগুলো হলো ব্রিসবেন সিটি, লোগান, ইপসুইচ, মোরটন ও রেডল্যান্ডস। সেখানকার লোকজন অপরিহার্য জিনিসপত্র ও চিকিৎসার প্রয়োজনে কেবল ঘর থেকে বের হতে পারবেন।
প্রথমবারের মতো সেখানকার লোকজনকে বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে।
অস্ট্রেলিয়ায় করোনা ঠেকাতে গত বছর বিভিন্ন সময় লকডাউন করা হয়েছিল।
গত বছর করোনার প্রথম ধাপের সময় ব্রিসবেনে কোয়ারেন্টিনে থাকা পর্যটকদের মধ্যে খুব কম ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
কোয়ারেন্টিন হোটেলের বাইরে অস্ট্রেলিয়ান লোকজনের মধ্যে করোনার নতুন স্ট্রেইন ধরার পড়ার ঘটনা এই প্রথম।
করোনার এই নতুন ধরন ধরা পড়ার ১৬ ঘণ্টা পর রাজ্যপ্রধান আনাস্তেসিয়া প্যালেশ আজ সকালে লকডাউনের এ ঘোষণা দেন। তিনি বলেন, করোনার সংক্রমণ ব্যাপকভাবে যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য লকডাউন ৩০ দিন পর্যন্ত বাড়তে পারে।
আনাস্তেসিয়া প্যালেশ বলেন, ‘আমি মনে করি, কুইন্সল্যান্ডের সবাই জানেন, যুক্তরাজ্য ও বিশ্বের অন্যান্য দেশে করোনার নতুন স্ট্রেইন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আমরা আমাদের এখানে তা হোক চাই না।’
করোনার মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৫০০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯০৯ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ২ কোটি ১০ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন প্রায় ৩ লাখ ৬২ হাজার মানুষ।