এবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের পদত্যাগ
দেশের চরম আর্থিক দুর্দশার মধ্যে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভারদ কাবরাল পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।
শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে গতকাল রোববার রাতে দেশটির মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করার পর আজ গভর্নরও পদত্যাগ করলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভারদ কাবরাল টুইটারে এক বার্তায় পদত্যাগের এ ঘোষণা দিয়েছেন।
অজিথ টুইট করেছেন, ‘মন্ত্রিসভার সবার পদত্যাগের প্রেক্ষাপটে আমি আজ গভর্নর হিসেবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
টুইটার গতকাল রাতে এক জরুরি বৈঠকের পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্যের সবাই পদত্যাগপত্র জমা দেন।
দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে গত ৩১ মার্চ মধ্যরাতে রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন কয়েক শ মানুষ।
বিক্ষোভকারীরা এ সময় প্রেসিডেন্টের বাসভবনে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষী বাহিনী গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ পরিস্থিতিতে সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে দেশটিতে গত শনিবার থেকে ৩৬ ঘণ্টার কারফিউ চলছে। কারফিউ উপেক্ষা করে গতকালও দেশটিতে বিক্ষোভ হয়েছে। এদিকে আজ সকাল পর্যন্ত দেশটিতে কারফিউ বহাল থাকার কথা ছিল।