ওই বিবৃতির বিষয়ে মন্তব্য জানতে মাহানার সদস্যদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স। তবে তাদের মন্তব্য জানতে পারেনি বার্তা সংস্থাটি। কিন্তু তাদের ওই বিবৃতি সরকারি কর্তৃপক্ষের মধ্যে ফাটলের ইঙ্গিত দেয়। সাধারণত সংগঠনটি ক্ষমতাসীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে ক্ষমতা থেকে হটায় দেশটির সেনাবাহিনী। পাশাপাশি দেশটির নেত্রী অং সান সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করে তারা।
এ ঘটনায় বিশ্ব সম্প্রদায়ের সমালোচনার পাশাপাশি দেশের অভ্যন্তরে ব্যাপক বিক্ষোভের সম্মুখীন হচ্ছে জান্তা সরকার। সহিংস পন্থায় বিক্ষোভ দমনে জান্তার পদক্ষেপে ইতিমধ্যে ১৮০ জনের মতো বিক্ষোভকারী নিহত হয়েছেন। সবশেষ গতকাল মঙ্গলবার রাতে ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন।