‘সার্বভৌমত্ব’ রক্ষায় রাশিয়াকে সমর্থন করে যাবে চীন: সি চিন পিং

সি চিন পিং ও ভ্লাদিমির পুতিন
ছবি : রয়টার্স

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ ঘটনায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ গোটা পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে একজোট হয়। আরোপ করে একের পর এক অবরোধ। এমন প্রেক্ষাপটে রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র চীন তাদেরকে ছেড়ে যায়নি। আজ বুধবার আবারও রাশিয়ার পাশে থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। খবর এএফপির

আরও পড়ুন

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন চীনের প্রেসিডেন্ট। এ সময় সি চিন পিং বলেন, মস্কোর ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে চীন।

সি চিন পিংকে উদ্ধৃত করে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, রাশিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখবে চীন। এর মধ্যে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রয়েছে।

আরও পড়ুন