স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তালেবানের আহ্বান

কাবুলে সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ৬ সেপ্টেম্বর ২০২১
ছবি: এএফপি

আফগানিস্তানের নতুন শাসকদের স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি কাবুলে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজ নিজ দেশের দূতাবাস খোলার আহ্বান জানিয়ে বলেন, দেশটির স্বীকৃতি ‘পাওয়ার অধিকার আছে’।

আজ সোমবার স্থানীয় সময় সকালে কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ বলেন, ‘যুদ্ধের অবসান হয়েছে, দেশ এখন সব সংকট কাটিয়ে উঠছে। এখন সময় শান্তি প্রতিষ্ঠার ও পুনর্গঠনের। এখন আমাদের জনসমর্থন প্রয়োজন।’
জাবিউল্লাহ সংবাদ সম্মেলনে থাকা সাংবাদিকদের উদ্দেশে জোর দিয়ে বলেন, ‘আফগানিস্তানের স্বীকৃতি পাওয়ার অধিকার আছে।’

তালেবান মুখপাত্র একই সঙ্গে আগের সেনাসদস্যদের দেশটির নতুন বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আফগান বাহিনীতে যাঁরা ২০ বছর ধরে প্রশিক্ষণ পেয়েছেন, তাঁদের নিরাপত্তা বিভাগে তালেবান সদস্যদের পাশাপাশি কাজে যোগ দিতে বলা হবে।

তালেবান শাসনবিরোধী কোনো বিদ্রোহ হলে তার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন জাবিউল্লাহ। আজ পানশির উপত্যকা বাহিনীটি দখলে নিয়েছে, এমন দাবি করে মুখপাত্র বলেন, ‘যে কেউ অস্ত্র হাতে তুলে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারা আমাদের শত্রু ছাড়া কিছু নয়।’

আফগান সরকারকে ক্ষমতাচ্যুত করার তিন সপ্তাহ কেটে গেলেও এখনো নতুন সরকার গঠন করতে পারেনি বাহিনীটি। তালেবানের মুখপাত্র বলেন, পরিবর্তন আনতে প্রথমে ‘অন্তর্বর্তীকালীন’ ব্যবস্থা ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আমরা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কাজ করছি। এগুলোর সমাধান হয়ে গেলে শিগগিরই আমরা নতুন সরকার গঠন করব।’

শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালু করা সম্ভব হবে উল্লেখ করে জাবিউল্লাহ বলেন, কাবুলে বিমানবন্দর চালু করতে তালেবানের সঙ্গে কাজ করছে কাতার। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে ‘ব্যাপক চেষ্টার’ অংশ হিসেবে কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রযুক্তিগত দক্ষ কর্মীরা এসে এখানে কাজ করছেন।

গত মাসে দেশটির ক্ষমতা দখলের পর থেকে তালেবানকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বেশ নিন্দার মুখোমুখি হতে হচ্ছে। বিভিন্ন দেশের আশঙ্কা, বাহিনীটি যতই মুখে উদারনীতির কথা বলুক না কেন, তারা তাদের প্রথম শাসনামলের মতোই কট্টর হবে।