হংকংয়ের শীর্ষ পদে আর লড়বেন না লাম

হংকংয়ের নেত্রী ক্যারি লাম
ছবি: রয়টার্স

হংকংয়ের প্রধান নির্বাহী পদে দ্বিতীয় মেয়াদে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন বর্তমানে ওই পদে থাকা ক্যারি লাম। চলতি মেয়াদের বেশির ভাগ সময় তাঁকে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ সামলাতে হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, তাঁর মেয়াদে হংকংয়ের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।

বিবিসি খবরে বলা হয়েছে, আজ সোমবার এক ঘোষণায় লাম জানান, রাজনীতি থেকে অবসর নিয়ে পরিবারকে সময় দেবেন। এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘এখন আমার অগ্রাধিকারের জায়গা পরিবার। আমার পরিবারের সদস্যরাও মনে করছেন, এখন আমার ঘরে ফেরার সময়।’

প্রধান নির্বাহী হিসেবে ক্যারি লামের মেয়াদ শেষ হবে আগামী জুনে। গণতন্ত্রপন্থী ব্যাপক বিক্ষোভ হংকংকে বৃহত্তর চীনা নিয়ন্ত্রণের দিকে নিয়ে গেছে। হংকংবাসীর ওপর এসেছে নানা বিধিনিষিধের শৃঙ্খল। হংকংয়ের নেত্রী লাম বলেন, ‘আগামী ৩০ জুন হংকংয়ের প্রধান নির্বাহী হিসেবে আমার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হবে। সরকারিভাবে এদিন আমার ৪২ বছরের কর্মজীবনও শেষ হবে। আমি দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতে চাই না।’

সাংবাদিকদের হংকংয়ের প্রথম নারী প্রধান নির্বাহী ক্যারি লাম বলেন, চীনের নেতারা তাঁর এ সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। লাম আরও বলেন, তাঁর এই ইচ্ছার বিষয়টি এক বছর আগেই চীনকে অবহিত করেছেন তিনি। হংকংয়ের মুখ্য সচিব জন লি তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে।

হংকং শহরের নেতাদের ১ হাজার ৫০০ সদস্যের একটি কমিটি জন লিকে নির্বাচিত করেছে, যাঁদের প্রায় সবাই বেইজিংপন্থী হিসেবে পরিচিত। আগামী মাসে তাঁদের নতুন প্রধান নির্বাহী নির্বাচন করার কথা রয়েছে।