বিদেশি পর্যটকদের কর কমাল ভুটান

ভুটানের রাজধানী থিম্পুর ফুটপাতে হেঁটে যাচ্ছেন বিদেশি পর্যটকেরা
ফাইল ছবি: রয়টার্স

করোনার পর রাত যাপনকারী পর্যটকদের জন্য কর বাড়িয়েছিল ভুটান। এই করের পরিমাণ ছিল ২০০ মার্কিন ডলার। টেকসই উন্নয়ন ফি (এডিএফ) হিসেবে এই কর নেওয়া হতো। তবে এখন ভুটান সরকার বলছে, যাঁরা চার দিনের বেশি থাকবে, তাঁদের কর কম দিতে হবে।

ভুটানের নতুন নিয়ম অনুসারে, যাঁরা চার দিনের কর দেবেন, তাঁদের পরবর্তী চার দিন আর কর দিতে হবে না। আবার যাঁরা ১২ দিনের কর দেবেন, তাঁদের পুরো মাসের কর মওকুফ করা হবে। করোনা শুরুর পর পর্যটকদের জন্য দুয়ার বন্ধ করে দিয়েছিল ভুটান। আগামী বছর পর্যন্ত এই করনীতি কার্যকর থাকবে। তবে ২০২২ সালে করোনার প্রকোপ কমে আসার পর দৈনিক কর ৬৫ ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার করে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়।

নতুন করে কর কমানো প্রসঙ্গে পর্যটন বিভাগের মহাপরিচালক দরজি ধ্রাধুল বলেন, অর্থনীতি চাঙা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।