দুবার গোসল করলে এই হোটেলে গুনতে হবে বাড়তি অর্থ

প্রতীকী ছবি: ফ্রিপিক

দুই রাতের জন্য একটি হোটেলকক্ষ ভাড়া করেছিলেন চীনা এক নারী। সব আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলকক্ষে ঢোকার পর একটি নির্দেশনায় চোখ যায় তাঁর। সেখানে বলা আছে, একবারের বেশি গোসল করলে বাড়তি ফি গুনতে হবে।

আর তা দেখে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ওই নারী। তা দেখে অনেকে হোটেলের এমন নির্দেশনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন।

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ওই হোটেলের অবস্থান। প্রতি রাতে আড়াই হাজার ইউয়ান (৩৫০ মার্কিন ডলার) করে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন ওই নারী। তবে গোসলের জন্য অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি তিনি আগে জানতেন না। কক্ষে ঢোকার পরই তিনি এ বিষয়ে জানতে পারেন। এ নিয়ে অনলাইনে একটি পোস্ট দেন ওই নারী।

নাম প্রকাশ না করার শর্তে একজন হোটেলকর্মী বলেন, অতিথিরা একাধিকবার গোসল করলে বেশি পানি খরচ হয়। পানির অপচয় কমাতেই হোটেল কর্তৃপক্ষ এমন ব্যবস্থা নিয়েছে বলে দাবি তাঁর।

আরেক কর্মী বলেছেন, গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে অতিথিদের জন্য নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে হোটেল কর্তৃপক্ষ এমন ব্যবস্থা নিয়েছে। তবে এক মাস ধরে নির্দেশনাটি জারি থাকলেও এখন পর্যন্ত দুবার গোসলের জন্য কারও কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়নি।

এদিকে ওই নারী গ্রাহকের পোস্টটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে হোটেলটির নীতিমালা নিয়ে ক্ষোভ জানিয়েছেন।

তাঁদের একজন মন্তব্য করেছেন, শীতাতপনিয়ন্ত্রণযন্ত্র ব্যবহারের জন্যও কি হোটেলটি আলাদা করে অর্থ নেয়?

আরেকজন লিখেছেন, ওই কক্ষে যদি দুজন মানুষ থাকেন, তাহলে কী হবে?