থাইল্যান্ডে শিক্ষার্থীরা ইচ্ছামতো চুল রাখতে পারবে
থাইল্যান্ডের শিক্ষার্থীরা এখন ইচ্ছামতো তাদের চুল রাখতে পারবে। দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আইনি লড়াইয়ের পর দেশটির সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট শিক্ষার্থীদের পক্ষ রায় দিয়েছেন।
গত বুধবার আদালতের রায়ে বলা হয়, ১৯৭৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা সংবিধান দ্বারা সুরক্ষিত ব্যক্তিস্বাধীনতা লঙ্ঘন করেছে। এ ছাড়া বর্তমান সমাজের সঙ্গে এ নির্দেশের সামঞ্জস্য নেই।
১৯৭৫ সালের থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের ওই নির্দেশিকায় বলা হয়, স্কুলে ছেলে শিক্ষার্থীদের চুল হবে ছোট আর মেয়েরা কান বরাবর লম্বা চুল রাখতে পারবে।
অনেক স্কুলে আগেই এ নিয়ম শিথিল করা হলেও কিছু স্কুলে ওই নিয়ম কঠোরভাবে মেনে চলা হচ্ছিল। নিয়ম না মানলে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনাও ঘটছিল। এ নিয়মের বিরুদ্ধে ২০২০ সালে ২৩টি স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা পিটিশন আবেদন করে। ওই পিটিশনের পক্ষে আদালত রায় দিলেন।