তাইওয়ানে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ‘ধসে’ পড়েছে দুটি ভবন

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে হুয়ালিয়েন শহরে হেলে পড়া ভবনছবি: এএফপি

শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে দুটি ভবন ধসে পড়েছে। দেশটির ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার সকালে তাইওয়ানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।

তাইওয়ানের ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পে হুয়ালিয়েন শহরে দুটি ভবন ধসে পড়েছে। কয়েকজন ব্যক্তি আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে তাঁদের কাছে এর বেশি তথ্য নেই।

অবশ্য তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা টেলিভিশনে দেওয়া ব্রিফিংয়ে বলেছে, ভূমিকম্পে মোট ২৬টি ভবন হেলে গেছে, নয়তো ধসে পড়েছে। তবে কোথায় কোথায় ভবন হেলে পড়া ও ধসে পড়ার ঘটনা ঘটেছে, তা তারা জানায়নি।

তাইওয়ানে ভূমিকম্পের পরপর সুনামির আশঙ্কায় যে সতর্কতা জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের হাওয়াইভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, এই (সুনামি) আশঙ্কা কেটে গেছে।

আজ স্থানীয় সময় সকাল আটটার কিছু সময় আগে ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান।
ভূমিকম্পের পরপরই তাইওয়ান, জাপানের দক্ষিণাঞ্চল ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

তাইওয়ানের রাজধানী তাইপের উত্তরের পিংতুং কাউন্টিতে অবস্থানকারী এএফপি প্রতিনিধিরা বলেছেন, তাঁরা সেখানে বসেই শক্তিশালী ভূকম্পন অনুভব করেছেন। তাইপেতে ভূমিকম্প-পরবর্তী কম্পনও (আফটার শক) অনুভূত হয়েছে।

তাইপের আবহাওয়া সংস্থা বলেছে, হুয়ালিয়েনের কাছে অনুভূত হওয়া আফটার শকগুলোর একটির মাত্রা ছিল ৬ দশমিক ৫।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে হুয়ালিয়েন শহরে হেলে পড়া ভবন।
ছবি: এএফপি

ভূমিকম্পের পর তাইপের মেট্রো চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে এক ঘণ্টার মধ্যে তা আবার চালু হয়।

ভূমিকম্পের পর কারও বাড়িতে গ্যাসের পাইপ ঢিলে হয়ে গ্যাস বেরোচ্ছে কি না, তা যাচাইয়ের অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।