কিম ও পুতিনের চিঠি বিনিময়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং–উন
ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরীয় নেতা কিম জং–উনকে বলেছেন, দুই দেশ যৌথ প্রচেষ্টার মাধ্যমে ব্যাপকভিত্তিক ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারিত করবে। আজ সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

কোরিয়ার স্বাধীনতা দিবসে কিমকে লেখা চিঠিতে পুতিন বলেন, দুই দেশের স্বার্থেই ঘনিষ্ঠ সম্পর্ক প্রয়োজন। এই সম্পর্ক কোরীয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করবে।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিমও পুতিনকে চিঠি লিখেছেন। এতে তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব গড়ে উঠেছিল।

আরও পড়ুন

ওই সময় কোরীয় উপদ্বীপ জাপানের দখলে ছিল। চিঠিতে কিম আরও বলেন, এর পর থেকে দুই দেশের মধ্যে ‘কৌশলগত ও পরিকল্পিত সহযোগিতা, সমর্থন ও সংহতি’ একটি নতুন স্তরে পৌঁছেছে, যা শত্রুভাবাপন্ন সামরিক বাহিনীর হুমকি ও উসকানিকে ব্যর্থ করে দিতে তাদের যৌথ প্রচেষ্টারই অংশ।

কেসিএনএর প্রতিবেদনে শত্রুভাবাপন্ন সামরিক বাহিনীর বিষয় নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বোঝাতে দেশটি সাধারণত এই পরিভাষা ব্যবহার করে থাকে।

পুতিনের সঙ্গে ২০১৯ সালে সাক্ষাতের সময় স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কিম।

আরও পড়ুন

পূর্ব ইউক্রেনের রুশ–সমর্থিত দুটি বিচ্ছিন্ন ‘পিপলস রিপাবলিককে’ জুলাই মাসে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় উত্তর কোরিয়া। এরই ধারাবাহিকতায় কর্মকর্তারা এসব এলাকায় নির্মাণ ও অন্যান্য শ্রমে সহায়তা করতে উত্তর কোরিয়ার শ্রমিকদের পাঠানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন।

রাশিয়ার কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ প্রতিরোধে লড়ছে ইউক্রেন। এই দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কিয়েভ।