পাপুয়া নিউগিনিতে ৬৪ মরদেহ উদ্ধার, ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের সংঘর্ষ বলছে পুলিশ

পাপুয়া নিউগিনির এনগা প্রদেশের উচ্চভূমিতে পুলিশের পাহারাফাইল ছবি: এএফপি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উচ্চভূমি থেকে ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলে আসা দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাতে নির্বিচার প্রাণহানির সর্বশেষ নজির এটি।

পাপুয়া নিউগিনির সহকারী পুলিশ কমিশনার স্যামসন কুয়া বলেন, ‘আজ ভোরে বিবদমান পক্ষের মধ্যে গোলাগুলি হয়ে থাকতে পারে। আমার মনে হয় ঝোপের মধ্যে এখনো অনেক মরদেহ পড়ে আছে।’

এদিকে রয়টার্সের প্রতিবেদনের তথ্য, পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের উচ্চভূমিতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, দুটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে গতকাল রোববার এ ঘটনা ঘটেছে।