বক্তব্য দেওয়ার সময় বিস্ফোরণের শব্দ, নিরাপদে সরানো হলো জাপানের প্রধানমন্ত্রীকে

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
ছবি: এএফপি ফাইল ছবি

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে পাইপসদৃশ একটি বস্তু ছোড়া হয়। জাপানি সংবাদমাধ্যমগুলো বলছে, আজ শনিবার পশ্চিমাঞ্চলীয় ওয়াকাইয়ামা শহরে বক্তব্য দেওয়ার সময় তাঁর দিকে বস্তুটি নিক্ষেপ করা হয়। এ সময় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি অক্ষত আছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে।

এনএইচকের প্রতিবেদনে বলা হয়, ওয়াকিইয়ামাতে মাছঘাট পরিদর্শনের পর বক্তব্য দিচ্ছিলেন ফুমিও কিশিদা। তখনই তাঁকে লক্ষ্য করে পাইপসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়।
সরকারি সম্প্রচারমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, লোকজন ছুটোছুটি করছে। কয়েকজন পুলিশ কর্মকর্তা এক সন্দেহভাজন ব্যক্তিকে মাটিতে ফেলে আটকে ফেলেন। এরপর ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

আগামী মাসে হিরোশিমায় জি-৭ নেতাদের একটি সম্মেলনে ফুমিও কিশিদার সভাপতিত্ব করার কথা।

এর আগে গত বছর নির্বাচনী সমাবেশে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়। এক আততায়ী বাড়িতে তৈরি আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁকে গুলি করে।