ভারত-রাশিয়ার মধ্যে আরও এস-৪০০ সরবরাহ নিয়ে আলোচনা
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ সরবরাহ, সু-৩০ এমকেআই যুদ্ধবিমানে উন্নয়ন এবং জরুরি সামরিক হার্ডওয়্যার সরবরাহ নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছে। গত বৃহস্পতিবার চীনের কিংডাও শহরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভ সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে তাঁরা তা নিয়ে আলোচনা করেন।
গতকাল শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের নেতাদের সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ছিল অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈঠক। ‘অপারেশন সিঁদুর’-এর পটভূমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যখন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, আধুনিক প্রযুক্তি এবং যুদ্ধবিমান আধুনিকীকরণের মতো জরুরি প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহ, সু-৩০ এমকেআই যুদ্ধবিমানের আধুনিকীকরণ এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম দ্রুত সময়ে কেনার বিষয়টি ছিল এই বৈঠকের প্রধান সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম।
গত ৭ মে পাকিস্তানে পরিচালিত ভারতের অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। নয়াদিল্লির দাবি, তাদের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ২৬ বেসামরিক নাগরিক হত্যার প্রতিবাদে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় পাকিস্তানের পাল্টা হামলা থেকে ভারতীয় সামরিক ঘাঁটি রক্ষায় এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০১৮ সালে ৫৪৩ কোটি ডলারে রাশিয়ার থেকে পাঁচটি এস-৪০০ কেনার চুক্তি করে ভারত। এর মধ্যে তিনটি ভারতের হাতে পৌঁছেছে। বাকি দুটি আসবে ২০২৬ সালে। বর্তমানে ভারতের অস্ত্রভান্ডারের প্রায় ৬০ শতাংশই রাশিয়ার তৈরি।
ভারতীয় বিমানবাহিনীর ২৫৯টি সু-৩০ এমকেআই যুদ্ধবিমানের মধ্যে ৮৪টি বিমানের উন্নয়নেও রাশিয়া সহযোগিতা করবে বলে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী বেলোসোভ বলেন, সামরিক-প্রযুক্তি খাতে রাশিয়া ও ভারতের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব আরও গভীর হচ্ছে।