শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা প্রতিবেশী ভারতের কাছে একটি অনুরোধ জানিয়েছেন। খবর এনডিটিভির।
সাজিথ প্রেমাদাসা বলেছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে যিনিই নির্বাচিত হন না কেন, দ্বীপরাষ্ট্রটির প্রতি ভারত যাতে তার সমর্থন অব্যাহত রাখে।
আজ বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটি হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে, রাজাপক্ষেদের দল শ্রীলঙ্কা পদুজনা পেরামুনার (এসএলপিপি) নেতা দুলাস আলহাপেরুমা এবং বামপন্থী দল জনতা বিমুক্তি পেরামুনার (জেভিপি) নেতা অনুঢ়া কুমারা দিসানায়েকে।
প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধী দল সঙ্গী জন বালাওয়েগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা প্রার্থী হলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি দুলাস আলহাপেরুমাকে সমর্থন দিয়েছেন।
গতকাল সন্ধ্যায় একটি টুইট করেন সাজিথ প্রেমাদাসা। টুইটে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশটির সব রাজনৈতিক দল, জনগণের প্রতি তাঁর বিনীত-আন্তরিক অনুরোধ, বুধবার যিনিই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হোন না কেন, চলমান দুর্যোগ থেকে তাঁর দেশ ও জনগণকে বেরিয়ে আসতে ভারত যাতে সমর্থন অব্যাহত রাখে।
বিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হন। তাঁর পদত্যাগের কারণে দেশটিতে এখন প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদ ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে এগিয়ে রয়েছেন রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর পদে থাকা রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়।
রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে রাজাপক্ষেদের সঙ্গে আঁতাত করার অভিযোগ আছে। বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহেরও বিদায় চাইছেন।