মার্কিন সেনাকে আটক করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চল
ছবি: রয়টার্স

সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রর এক সেনাকে আটক করা হয়েছে।  মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কর্মকর্তারা।

মার্কিন সেনা আটকের এই ঘটনা উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চলের দেখভালের দায়িত্বে আছে জাতিসংঘ কমান্ড। মঙ্গলবার সকালে এক পরিদর্শনের সময় অনুমোদন ছাড়াই ওই মার্কিন সেনা সীমান্তের উত্তর কোরিয়ার অংশে ঢুকে পড়েন বলে তারা জানিয়েছে।
জাতিসংঘ কমান্ড বলেছে, সম্ভবত ওই সেনা উত্তর কোরিয়ার হেফাজতে আছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে উদ্ধৃত করে দেশটির একটি পত্রিকা জানায়, ওই সেনার পরিচয় পাওয়া গেছে। ট্রাভিস কিং নামের ওই মার্কিন সেনা ‘প্রাইভেট সেকেন্ড ক্লাস’ র‌্যাঙ্কের একজন সেনা। যদিও পরে নামটি মুছে দিয়েছে পত্রিকাটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পরবর্তী সময়ে মার্কিন কর্মকর্তারা সিবিসি নিউজকে ওই সেনা ট্রাভিস কিং বলে নিশ্চিত করেছেন। তৃতীয় একটি সূত্র সিবিসিকে বলেছে, ‘ইচ্ছে করেই’ ওই সেনা সীমান্ত অতিক্রম করেছেন। তাঁর উদ্দেশ্য স্পষ্ট নয়।

রয়টার্সের ২০২১ সালের এক প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ২৮ হাজার সেনা রয়েছে। জার্মানি ও জাপানের পর দক্ষিণ কোরিয়ায় তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মার্কিন সেনা অবস্থান করছেন।