সমাবর্তনে জেলেনস্কির মতো পোশাক পরলেন জাপানি শিক্ষার্থী
জাপানে এক বিশ্ববিদ্যালয়–শিক্ষার্থী তাঁর ডিগ্রি গ্রহণের অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো পোশাক পরে অংশ নিয়েছেন।
সম্প্রতি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবর্তনে অংশ নেন এই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টি তার সমাবর্তনে ডিগ্রিধারীদের ইচ্ছেমতো পোশাক পরার স্বাধীনতা দেয়। এই সুবাদে এই শিক্ষার্থী জেলেনস্কির মতো পোশাক পরেন।
ছবিতে দেখা যায়, এই শিক্ষার্থী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতো জলপাই রঙের লম্বা হাতার টি-শাট পরেছেন। এর সঙ্গে মিলিয়ে পরেছেন ট্রাউজার ও কমব্যাট বুট পরেছেন তিনি।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে এই শিক্ষার্থী বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ের প্রতি সংহতি দেখাতে তিনি জেলেনস্কির মতো পোশাক পরেছেন।
জেলেনস্কির মতো গোঁফ-দাড়িও রাখতে দেখা যায় এই শিক্ষার্থীকে। এ প্রসঙ্গে এই শিক্ষার্থী বলেন, তিনি গত ডিসেম্বর থেকে গোঁফ-দাড়ি রাখছিলেন। লোকজন বলছিল, তাঁকে দেখতে জেলেনস্কির মতোই লাগছে।
গত ডিসেম্বরে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন জেলেনস্কি। তাঁর এই ভাষণ থেকে নেওয়া উদ্ধৃতি দিয়ে তৈরি একটি প্ল্যাকার্ড সমাবর্তন অনুষ্ঠানে বহন করেছিলেন এই জাপানি শিক্ষার্থী।