চীনের গুয়াংডং প্রদেশে গত শুক্রবার ১৯৫২ সালের পর সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই পানিতে ভেসে গেছে কুমিরগুলো
ছবি: এএফপি

চীনের দক্ষিণাঞ্চলে বন্যার পানিতে একটি বাণিজ্যিক খামার থেকে ৭০টির বেশি কুমির পালিয়ে গেছে। এ কারণে ওই অঞ্চলের বাসিন্দাদের বাইরে বের না হয়ে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গুয়াংডং প্রদেশের মাওমিংয়ের একটি বাণিজ্যিক খামার থেকে কুমিরগুলো ভেসে গেছে। প্রাণীগুলো উদ্ধারে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

বন্যায় স্থানীয় একটি হ্রদ প্লাবিত হয়। এতে কুমিরগুলো পালিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তুলনামূলকভাবে উষ্ণ আবহাওয়ার কারণে গুয়াংডং কুমিরের খামারের জন্য জনপ্রিয়।

শানডং–ভিত্তিক গণমাধ্যম হাই বাও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পেং কুন গ্রামের কাছে পানিতে অন্তত ৬৯টি প্রাপ্তবয়স্ক কুমির ও ৬টি বাচ্চা কুমির দেখা গেছে। স্থানীয় লোকজন বিষয়টি  স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছে।

বেইজিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কুমিরগুলো উদ্ধারে জরুরি বাহিনী মোতায়েন করা হয়েছে।

তারা কুমির উদ্ধারে উন্নত প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করছে। তবে চারদিকে বন্যার পানি থাকায় এ অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের আপাতত বাইরে না বের হওয়ার অনুরোধ করেছে।

জরুরি উদ্ধারকারী বাহিনীর এক সদস্য বলেন, পরিস্থিতি অনুযায়ী কুমিরগুলোকে ধরার পরিবর্তে মেরে ফেলাও হতে পারে।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকটি কুমির একটি রাস্তায় সংকেত-খুঁটির কাছে লুকিয়ে আছে। রাস্তাটি পানিতে নিমজ্জিত।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকটি কুমিরকে ধরে সমতলে ফিরিয়ে আনা হচ্ছে। ওই সব কুমিরের মুখ ও অঙ্গপ্রত্যঙ্গ বেঁধে রাখা হয়েছে।

গত সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় হাইকুই। এতে দক্ষিণ চীন ও হংকং প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।