তিব্বত চীনের অংশ মেনে নিলেই দালাই লামার সঙ্গে আলোচনায় রাজি বেইজিং

বর্তমান দালাই লামাছবি: বিবিসির সৌজন্যে

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে শান্তিতে নোবেলজয়ী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে আলোচনায় রাজি চীন। বেইজিং আশাবাদী, দালাই লামা ‘সঠিক পথে ফিরবেন’। আজ সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।

তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ১৯৫৯ সালে ভারতে চলে যান দালাই লামা। এ বছর ৯০ বছর বয়স হয়েছে তাঁর। মৃত্যুর পূর্বে তিব্বতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, মাতৃভূমি বিভক্ত করার অবস্থান যদি দালাই লামা ত্যাগ করেন, তবে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে প্রস্তুত চীন।

এর আগে চীনের সঙ্গে আলোচনায় দালাই লামার দূত হিসেবে কাজ করেছিলেন তাঁর ভাই জিয়ালো থন্ডাপ। গত শনিবার ৯৭ বছর বয়সে তিনি ভারতের কালিমপং শহরে মারা গেছেন। এ প্রসঙ্গে গুয়ো বলেন, দালাই লামাকে স্বীকার করতে হবে, তিব্বত ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ।

উল্লেখ্য, ২০১১ সালে তিব্বতের নির্বাসিত সরকারের রাজনৈতিক নেতার পদ থেকে পদত্যাগ করেন দালাই লামা। তিব্বতের ওই সরকারকে চীন স্বীকৃতি দেয়নি। তার পর থেকে চীনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বন্ধ।

দালাই লামার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর উত্তরসূরির প্রশ্নটিও ক্রমে জরুরি হয়ে উঠেছে। চীন জোর দিয়ে বলছে, তারা তিব্বতের আধ্যাত্মিক নেতা হিসেবে দালাই লামার উত্তরসূরি বেছে নেবে।